Showing posts with label Bangla Jokes Corner. Show all posts
Showing posts with label Bangla Jokes Corner. Show all posts

Wednesday, February 12, 2020

বল্টুর ওয়াই এর পাসওয়ার্ড- বাংলা জোকস

বল্টু:-দোস্ত শুন😊
পল্টু:-হুম বল😃
বল্টু:-তোর Wifi এর পাসওয়ার্ড টা দিবি😒
পল্টু:-ওকে😊
বল্টু:-বল তাহলে😃
পল্টু:-আমি জানি না😂
বল্টু:-তুই না মাত্র বললি পাসওয়ার্ড বলবি😰
পল্টু:-হুম। আমি জানি না😂
বল্টু:-ওকে বলা লাগবে না👿
পল্টু:-কত বার বলবো😡আমি জানি না😂
বল্টু:-তুই আমার ফ্রেন্ড হয়ে আমার সাথে এমন করতে পারলি😭
পল্টু:-আরে বলদ😛আমার Wifi এর পাসওয়ার্ড হলো "আমি জানি না"😷

বল্টু:-আগে বলবি তো😒
পল্টু:-😆😆😆😆😆😆

Collect from: একটু খানি হাসির ঝিলিক

বিয়ের রাতের জোকস- না পড়লে মিস করবেন

বিয়ের কথা ফাইনাল। গভীর রাতে পাত্রের মোবাইলে হবু স্ত্রীর টেক্সট এলোঃ
"Sorry, আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার অন্যত্র বিয়ে হচ্ছে।"
টেক্সট পড়ে পাত্রের টেনশন বেড়ে গেলো।
কিছুক্ষন পর আবার পাত্রীর টেক্সটঃ
"Sorry, ভুলে আপনার কাছে চলে গেছে। ডিলিট করে দেবেন প্লিজ!"
এখন পাত্রের টেনশন শতগুন বেড়ে গেলো!!
😁😁

দম ফাটানো হাসির জোকস

বিকেল বেলা চায়ের দোকানে দুই বন্ধুর আলাপচারিতা --
বাবু: আচ্ছা তুই নাকি কামালের স্ত্রীর সাথে পালিয়ে যাওয়ার চিন্তা করেছিলি?
লাবু: হ্যাঁ। সেদিন ওর স্ত্রীকে নিয়ে পালানোর জন্য ওর বাড়ি পর্যন্ত গিয়েছিলাম।
বাবু: তাহলে পালালি না কেন?
লাবু: আর বলিস না, বাড়িতে ঢোকার মুখেই কামালের সাথে দেখা। ও আমাকে দেখে খুশিতে ডগমগ হয়ে বলল, ‘দাঁড়া, তোদের ট্যাক্সি ডেকে দিচ্ছি।’
😀😁🤣🙃😛😜

বাকী ৯৫ টাকা গেল কই...... ?? বাংলা জোকস


এক নেতা বিশাল জনসভায় মঞ্চে উপবিষ্ট এক মন্ত্রীর প্রশংসা করতে গিয়ে বক্তৃতায় বললেন,
“এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা করে দিয়ে বলল যে, এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়।
১ম ছেলে - ১০০ টাকার খড় কিনে আনল, কিন্তু ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না...
২য় ছেলে- ১০০ টাকার তুলা কিনে আনল, কিন্তু সেও ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না...
৩য় ছেলে - ৫ টাকা দিয়ে একটা মোমবাতি কিনে আনল এবং রুমের মাঝে জ্বালাল। এতে পুরো ঘর সম্পূর্ণ আলোতে ভর্তি হয়ে গেলো।
নেতা আরও বললেন,
“আমাদের মন্ত্রী হচ্ছেন এই ৩য় ছেলের মতো। যেদিন থেকে তিনি এই দেশের দায়িত্ব নিয়েছেন সেদিনই এই দেশ উন্নতির আলোতে পূর্ণ হয়ে গিয়েছে........।”
হঠাৎ জনসভার পিছন থেকে একজনের আওয়াজ শোনা গেল,
“হেইডা তো বুঝলাম জনাব, কিন্তু বাকি ৯৫ টাকা কই গেলো..ওইটাও খুলে বলেন !?”
সাথে সাথে অবশিষ্ট জনতার বিশাল গর্জন শোনা যেতে লাগল ,
“ হ হ হ বাকি টাকা গেল কই ?
জবাব চাই..
জবাব দাও............

বাংলা জোকস - না হাসলে MB ফেরত

ছেলে পরীক্ষায় ফেল করেছে দেখে তার বাবা বকছে --
বাবা: ফালতু ছেলে, পরীক্ষায় শেষ পর্যন্ত ফেল করলি!
ছেলে: তাহলে কী করতাম?
বাবা: পাশের বাসার নূপুরকে দেখ। ও সব বিষয়ে পাস করেছে।
ছেলে: বাবা, সারা বছর তো ওকে দেখেই সময় কাটাইছি!
😀😁🤣🙃😛😜
Collect from: একটুখানি_হাসির_ঝিলিক

সদ্য বুয়েট থেকে পাশ করা এক ইঞ্জিনিয়ার এর বাংলা জোকস

সদ্য বুয়েট থেকে পাশ করা এক ইঞ্জিনিয়ার চাকরীর ইন্টারভিউ দিয়ে বেশ ফুরফুরা মেজাজে এক বন্ধুর সাথে দেখা করতে গেল।
সেই বন্ধু জিগাইলো, "তোর আজ ইন্টারভিউ ছিল না, কেমন হইলো?"
- "আর কইসনা দোস্ত, একটা রুমে ঢুকলাম, দেখলাম একজন কালো লেদারের চেয়ারে বসে পা টেবিলের উপরে তুলে রাখছে। আমারে তার ল্যাপটপটা দেখাইয়া কয়, ওটা বাইরে নিয়ে যাও, তারপরে আবার ভিতরে ঢুকে ল্যাপটপটা আমার কাছে বিক্রির চেষ্টা করো।"
- "কস কি? তারপর.."
- "বেটা নিজেরে বিশাল কিছু মনে করছে। সেইরাম ভাব।"
- "তারপর তুই কি করলি?"
- "আমি ঐখান থেকে ল্যাপটপ নিয়ে চইলা আসলাম।"
- "চইলা আসলি মানে কি? তারপর?"
- "তিরিশ মিনিট পরে বেটা আমারে কল কইরা কাইন্দা দিলো। বললো ল্যাপটপ ফিরায়া দেবার জন্য। ঐখানে নাকি ওর সব প্রয়োজনীয় ফাইল-পত্র, ছবি সব আছে। পুরাই কান্নাকাটি।
- " তারপর..."
- "তারপর আর কি" আমি বললাম, "ল্যাপটপটা কিনবা এখন?"
বেটা কইল বাবা তোমার চাকরি ফাইনাল।