Showing posts with label Education. Show all posts
Showing posts with label Education. Show all posts
Friday, November 12, 2021
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ইংরেজি স্পেলিং
গুরুত্বপূর্ণ spelling
০১) Extension ➫ প্রসার / বৃদ্ধি ।
০২) License ➫ অনুমতি দেওয়া ।
০৩) Collateral ➫ পাশাপাশি / সমর্থনকারী ।
০৪) Ettiqute ➫ শিষ্টাচার / ভদ্রতা ।
০৫) Remittance ➫ প্রেরিত অর্থ ।
০৬) Misspell ➫ বানান ভুল ।
০৭) Humorous ➫ রসাত্বক ।
০৮) Leisure ➫ প্রণয়ী ।
০৯) Ascertain ➫ নিশ্চিত করা ।
১০) Terror ➫ আতঙ্ক ।
১১) Voluntary ➫ স্বেচ্ছা প্রসূত ।
১২) Accelerate ➫ গতি বৃদ্ধি করা ।
১৩) Lieutenant ➫ কর্মকর্তা ।
১৪) Committee ➫ সমিতি ।
১৫) Gregarious ➫ সঙ্গলিপ্সু ।
১৬) Occurrence ➫ ঘটনা ।
১৭) Millennium ➫ সহস্র বছর ।
১৮) Jovial ➫ হাসিখুসি ।
১৯) Relevant ➫ প্রাসঙ্গিক ।
২০) Inferior ➫ নিকৃষ্ট ।
২১) Familiar ➫ পরিচিতি ।
২৩) Argument ➫ যুক্তি ।
২৪) Tolerate ➫ সহ্য করা ।
২৫) Garbage ➫ আর্বজনা ।
২৬) Resistance ➫ সহ্য করার ক্ষমতা ।
২৭) Tsunami ➫ সুনামি ।
২৮) Embarrass ➫ বিজড়িত করা ।
২৯) Questionnaire ➫ প্রশ্নাবলী ।
৩০) Secretarial ➫ সাচিবিক ।
৩১) Diarrhoea ➫ অতিসার / ডায়রিয়া ।
৩২) Bureaucracy ➫ আমলাতন্ত্র ।
৩৩) Dilemma ➫ উভয় সংকট ।
৩৪) Acquaintance ➫ জানাশোনা ।
৩৫) Renaissance ➫ নবজাতক ।
৩৬) Commission ➫ কমিশন ।
৩৭) Miscellaneous ➫ বিবিধ ।
৩৮) Collaboration ➫ সহযোগিতা ।
৩৯) Audience ➫ শ্রোতা ।
৪০) Hierarchy ➫ সাজানো ।
৪১) Anticipated ➫ অপেক্ষিত ।
৪২) Catastrophe ➫ চরম পরিণতি ।
৪৩) Dysentery ➫ ডায়রিয়া ।
৪৪) Secretariat ➫ দপ্তর ।
৪৫) Assessment ➫ মূল্যায়ন ।
৪৬) Bureaucrat ➫ আমলা ।
৪৭) Transparency ➫ হস্তান্তরিত করা ।
৪৮) Jewellery ➫ অলংকার সামগ্রী ।
৪৯) Possession ➫ দখল ।
৫০) Grievance ➫ অসন্তোষ ।
৫১) Shakespeare ➫ শেক্সপীয়র ।
৫২) Missionary ➫ ধর্ম প্রচারক ।
৫৩) Psychology ➫ মনোবিজ্ঞান ।
৫৪) Illuminate ➫ আলোকিত করা ।
৫৫) Heterogeneous ➫ অসমসত্ব ।
৫৬) Achievement ➫ অর্জন
৫৭) Satellite ➫ উপগ্রহ ।
৫৮) Corruption ➫ দূর্নীতি ।
৫৯) Leisure ➫ অবসর ।
৬০) Encyclopedia ➫ বিশ্বকোষ ।
৬১) Extempore ➫ উপস্থিত মত ।
৬২) Cigarette ➫ সিগারেট ।
৬৩) Parliament ➫ আইনসভা ।
৬৪) Malnutrition ➫ অপুষ্টি ।
৬৫) Millionaire ➫ ধনকুবের ।
৬৬) Supercilious ➫ উদাসীনপূর্ণ ।
৬৭) Colleague ➫ সহকর্মী ।
৬৮) Privilege ➫ সুবিধা ।
৬৯) Accommodation ➫ বাসস্থান ।
৭০) Personnel ➫ কর্মচারী ।
৭১) indigenous ➫ দেশীয় ।
৭২) inoculate ➫ টিকা দেওয়া ।
৭৩) Tuition ➫ শিক্ষাদান ।
৭৪) Versatile ➫ বহুমুখী কর্ম শক্তি সম্পন্ন ।
৭৫) Superior ➫ উচ্চতর ।
৭৬) Repercussion ➫ প্রতিক্রিয়া ।
৭৭) Philosopher ➫ দার্শনিক ।
৭৮) Magnificent ➫ মহৎ ।
৭৯) Assignment ➫ কাজ ।
৮০) Career ➫ পেশা ।
৮১) Elementary ➫ প্রাথমিক ।
৮২) Headache ➫ মাথাব্যাথা ।
৮৩) Harmonious ➫ সুরেলা ।
৮৪) Heinous ➫ ঘৃণ্য ।
৮৫) Overriding ➫ পদদলিত ।
৮৬) Honorarium ➫ দক্ষিণা ।
৮৭) Fortunate ➫ ভাগ্যবান ।
৮৮) Occasion ➫ উপলক্ষ ।
৮৯) Aborigines ➫ আদিবাসী ।
৯০) Supersede ➫ বাতিল করা / অপসারিত করা ।
৯১) Franchise ➫ বিশেষ অধিকার ।
৯২) Dispassionate ➫ পক্ষপাতহীন ।
৯৩) Restaurant ➫ রেস্তোরা ।
৯৪) Repetition ➫ পুনরাবৃত্তি ।
৯৫) Bouquet ➫ ফুলের তোড়া ।
৯৬) Affidavit ➫ হলফনামা ।
৯৭) Ominous ➫ অশুভ ।
৯৮) Preseverance ➫ অধ্যবসায় ।
৯৯) Separate ➫ আলাদা ।
১০০) Ascertain ➫ নিশ্চিত করা ।
Tuesday, March 17, 2020
Monday, March 9, 2020
Wednesday, March 4, 2020
Tuesday, March 3, 2020
Tuesday, February 18, 2020
Sunday, February 9, 2020
Saturday, February 8, 2020
মুক্তিযুদ্ধ রিলেটেড গুরুত্বপূর্ণ ৬২টি প্রশ্ন। যেকোনো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন কমন 100%
মুক্তিযুদ্ধ রিলেটেড গুরুত্বপূর্ণ ৬২টি প্রশ্ন। যেকোনো নিয়োগ পরীক্ষায় প্রশ্ন কমন পড়বেই…।
বিশ্ববিদ্যালয় ভর্তি, বিসিএস, ব্যাংক নিয়োগ সহায়ক স্পেশাল প্রশ্ন:-
-(মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা)-
-(মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা)-
১) প্রশ্ন:- বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সর্বাধিনায়ক কে ছিলেন?উঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
২) প্রশ্ন:- প্রথম কোথায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়?উঃ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসভায়।
৩) প্রশ্ন:- প্রথম কবে বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয় ?উঃ ০২ ই মার্চ, ১৯৭১।
৪) প্রশ্ন:- বাংলাদেশের পতাকা কে প্রথম উত্তোলন করেন?উঃ আ স ম আব্দুর রব।
৫) প্রশ্ন:- কবে, কোথায় স্বাধীনতার ইশতেহার পাঠ করা হয়?উঃ ০৩ মার্চ, ১৯৭১, পল্টন ময়দানে।
৬) প্রশ্ন:- চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা পাঠ করা হয় ?উঃ ২৬ মার্চ, ১৯৭১।
৭) প্রশ্ন:- স্বাধীন বাংলা বেতার কেন্দ্র কবে, কোথায় স্থাপন করা হয়?উঃ চট্টগ্রামের কালুরঘাটে, ২৬ মার্চ, ১৯৭১।
৮) প্রশ্ন:- মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন কারা?উঃ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।
৯) প্রশ্ন:- মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধ কবে, কোথায় সংগঠিত হয়?উঃ ১৯ মার্চ, ১৯৭১ গাজীপুরে।
১০) প্রশ্ন:- শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যায় কখন?উঃ ২৫ মার্চ, ১৯৭১ মধ্যরাতে।
১১) প্রশ্ন:- শেখ মুজিবুর কত তারিখে পাকিস্তানের কারাগার হতে মুক্তিলাভ করেন ?উঃ ১০ জানুয়ারী ১৯৭২।
১২) প্রশ্ন:- এ দেশের মাটি চাই, মানুষ নয়- এ উক্তি কার?উঃ জেনারেল ইয়াহিয়া খান।
১৩) প্রশ্ন:- সর্বপ্রথম কবে বাংলাদেশের স্বাধীন মন্ত্রিসভা গঠিত হয়?উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
১৪) প্রশ্ন:- বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার কবে গঠিত হয়েছিল?উঃ ১০ এপ্রিল, ১৯৭১।
১৫) প্রশ্ন:- বাংলাদেশকে প্রজাতন্ত্র ঘোষণা করা হয়েছিল কবে?উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
১৬) প্রশ্ন:- বাংলাদেশের অস্থায়ী সরকার কবে শপথ গ্রহণ করেছিল?উঃ ১৭ এপ্রিল, ১৯৭১।
১৭) প্রশ্ন:- বাংলাদেশের অস্থায়ী সরকারের সদস্য সংখ্যা কত ছিল?উঃ ৬ জন।
১৮) প্রশ্ন:- বাংলাদেশের অস্থায়ী সরকারের রাজধানী কোথায় ছিলউঃ মেহেরপুর জেলার মুজিবনগরে।
১৯) প্রশ্ন:- মুজিবনগরের পুরাতন নাম কি ছিল?উঃ বৈদ্যনাথতলার ভবের পাড়া।
২০) প্রশ্ন:- কে বৈদ্যনাথ তলার নাম মুজিব নগর রাখেন?উঃ তাজউদ্দিন আহমেদ।
২১) প্রশ্ন:- মুজিনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন কে?উঃ এম, মনসুর আলী।
২২) প্রশ্ন:- মুজিনগর সরকারের প্রধানমন্ত্রী ছিলেন কে?উঃ তাজউদ্দিন আহম্মেদ।
২৩) প্রশ্ন:- মুজিনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?উঃ শেখ মুজিবর রহমান।
২৪) প্রশ্ন:- মুজিনগর সরকারের অস্থায়ী রাষ্ট্রপতি কে ছিলেন?উঃ সৈয়দ নজরুল ইসলাম।
২৫) প্রশ্ন:- মুজিনগরে নতুন সরকার গঠনের ঘোষণাপত্র পাঠ করেন? উঃ অধ্যাপক ইউসুফ আলী।
২৬) প্রশ্ন:- মুজিনগরে সরকারকে প্রথম গার্ড অনার কে প্রদান করেন?উঃ মাহবুব উদ্দিন আহমেদ (বীর বিক্রম)
২৭) প্রশ্ন:- জেনারেল ওসমানী কবে বাংলাদেশের সেনা প্রধান নিযুক্ত হন?উঃ ১৮ এপ্রিল, ১৯৭১।
২৮) প্রশ্ন:- বাংলাদেশের অস্থায়ী সরকারের প্রথম বিমান বাহিনীর প্রধান কে ছিলেন?উঃ ক্যাপ্টেন এ কে খন্দকার।
২৯) প্রশ্ন:- প্রথম কোন বাংলাদেশি কূটনীতিক দেশের প্রতি আনুগত্য প্রকাশ করেন?উঃ এম হোসেন আলী।
৩০) প্রশ্ন:- সাইমন ড্রিং কে ছিলেন?উঃ ১৯৭১ সালে ঢাকায় কর্মরত ব্রিটিশ সাংবাদিক। যিনি সর্বপ্রথম পাকিস্থানী বর্বরতার কথা বর্হিবিশ্বে প্রকাশ করেন। তিনি পরবর্তীতে একুশে টেলিভিশনের পরিচালকছিলেন।
৩১) প্রশ্ন:- মুক্তিযুদ্ধের সময় কোন বিদেশী মিশনে বাংলাদেশের পতাকা প্রথম উত্তোলন করা হয়?উঃ ১৮ এপ্রিল কলকাতায়।
৩২) প্রশ্ন:- মুক্তিযুদ্ধ চলাকালে সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করেছিলেন?উঃ ১১ টি।
৩৩) প্রশ্ন:- কোন সেক্টরে নিয়মিত কোন সেক্টর কমান্ডার ছিল না?উঃ ১০ নং সেক্টর।
৩৪) প্রশ্ন:- স্বাধীনতা যুদ্ধে কত জন বীরশ্রেষ্ঠ উপাধি লাভ করেন?উঃ ৭ জন।
৩৫) প্রশ্ন:- স্বাধীনতা যুদ্ধে কত জন বীরউত্তম খেতাব লাভ করেন?উঃ ৬৯ জন।
৩৬) প্রশ্ন:- স্বাধীনতা যুদ্ধে কত জন বীর বিক্রম উপাধি লাভ করে?উঃ ১৭৫জন।
৩৭) প্রশ্ন:- স্বাধীনতা যুদ্ধে বিশেষ অবদানের জন্য বীর প্রতীক খেতাব প্রাপ্তির সংখ্যা কত?উঃ ৪২৬ জন।
৩৮) প্রশ্ন:- স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য মোট কতজন খেতাব প্রাপ্ত হন?উঃ ৬৭৭ জন।
৩৯) প্রশ্ন:- কোন বীরশ্রেষ্ঠের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়নি?উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
৪০) প্রশ্ন:- কোন বীর শ্রেষ্ঠের কোন খেতাবী কবর নেই?উঃ বীর শ্রেষ্ঠ রুহুল আমীন।
৪১) প্রশ্ন:- সমপ্রতি কোন বীরশ্রেষ্ঠের কবর পাকিস্তান থেকে দেশে এনে সমাহিত করা হয়েছে?উঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান।
৪২) প্রশ্ন:- বীর শ্রেষ্ঠআলাল’স মতিউর রহমানের কবর কোথায় ছিল?উঃ পাকিস্তানের করাচীর মাশরুর বিমান ঘাঁটিতে।
৪৩) প্রশ্ন:- কোন বীর শ্রেষ্ঠের কবর বাংলাদেশে ছিল না?উঃ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের।
৪৪) প্রশ্ন:- বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের কবর কোথায় ছিল?উঃ ভারতের আমবাসা এলাকায়।
৪৫) প্রশ্ন:- দুইজন খেতাবধারী মহিলা মুক্তিযোদ্ধার নাম কি ?উঃ ক্যাপ্টেন সেতারা বেগম ও তারামন বিবি
৪৬) প্রশ্ন:- বাংলাদেশের মুক্তিযুদ্ধে একজন ইতালীর নাগরিক মৃত্যুবরণ করেন তার নাম কি ছিল?উঃ মাদার মারিও ভেরেনজি।
৪৭) প্রশ্ন:- স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাব প্রাপ্ত একমাত্র বিদেশী কে?উঃ হোসাইল হেমার ওয়াডার ওয়াডারল্যান্ড, অষ্ট্রেলিয়া।
৪৮) প্রশ্ন:- বাংলাদেশে সর্বকনিষ্ঠ খেতাবধারী মুক্তিযোদ্ধা কে?উঃ শহীদুল ইসলাম(লালু) বীর প্রতীক।
৪৯) প্রশ্ন:- ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?উঃ ২১ নভেম্বর, ১৯৭১।
৪৯) প্রশ্ন:- ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী গঠন করা হয় কবে?উঃ ২১ নভেম্বর, ১৯৭১।
৫০) প্রশ্ন:- ভারত-বাংলাদেশ যৌথ বাহিনী কবে হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে?উঃ ০৬ ডিসেম্বর, ১৯৭১।
৫১) প্রশ্ন:- ভারত-বাংলাদেশ যৌথ কমান্ডের সেনাধ্যক্ষ কে ছিলেন?উঃ জেনারেল জগজিৎ সিং অরোরা।
৫২) প্রশ্ন:- পাকিস্তানের পক্ষে কে আত্মসমর্পন করেন?উঃ জেনারেল এ, কে নিয়াজী।
৫৩) প্রশ্ন:- মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়?উঃ রেসকোর্স ময়দানে।
৫৪) প্রশ্ন:- জেনারেল এ, কে নিয়াজী কার নিকট আত্মসমর্পণ করে?উঃ জেনারেল জগজিৎ সিং অরোরার।
৫৫) প্রশ্ন:- আত্মসমর্পণ অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে কে নেতৃত্ব প্রদান করেন?উঃ বিমান বাহিনীর প্রধান কমোডর এ কে খন্দকার।
৫৬) প্রশ্ন:- জেনারেল নিয়াজী আত্মসমর্পের সময় পাকিস্তানের সৈন্যবাহিনীর কত সংখ্যা ছিল ?উঃ ৯৩ হাজার।
৫৭) প্রশ্ন:- কোন সাহিত্যক মুক্তিযুদ্ধে অবদানের জন্য বীর প্রতীক খেতাব লাভ করেন?উঃ আবদুস সাত্তার।
৫৮) প্রশ্ন:- স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের চরমপত্র নামক কথিকা কে পাঠ করতেন?উঃ এম আর আখতার মুকুল।
৫৯) প্রশ্ন:- ২৬ মার্চ কে স্বাধীনতা দিবস ঘোষনা করা হয় কখন?উঃ ১৯৮০ সালে।
৬০) প্রশ্ন:- বীরশ্রেষ্ঠদের মধ্যে প্রথম মৃত্য বরণ কে করেন?উঃ মোস্তফা কামাল (৮ এপ্রিল, ১৯৭১)।
৬১) প্রশ্ন:- বীরশ্রেষ্ঠদের মধ্যে সর্বশেষে মৃত্যবরণ কে করেন?উঃ মহিউদ্দিন জাহাঙ্গীর (১৪ ডিসেম্বর, ১৯৭১)।
৬২) প্রশ্ন:- একমাত্র বীর বিক্রম খেতাবধারী আদিবাসী/উপজাতি মুক্তিযোদ্ধা কে ছিলেন?উঃ উক্যাচিং মারমা।
collected by: Md. Sohag Rana
BSC In CSE
Dhaka International University
collected by: Md. Sohag Rana
BSC In CSE
Dhaka International University
Subscribe to:
Posts (Atom)