এক নেতা বিশাল জনসভায় মঞ্চে উপবিষ্ট এক মন্ত্রীর প্রশংসা করতে গিয়ে বক্তৃতায় বললেন,
“এক বাবা তার তিন ছেলেকে ১০০ টাকা করে দিয়ে বলল যে, এমন কিছু কিনে আনো যাতে ঘরটা পুরো ভর্তি হয়।
১ম ছেলে - ১০০ টাকার খড় কিনে আনল, কিন্তু ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না...
২য় ছেলে- ১০০ টাকার তুলা কিনে আনল, কিন্তু সেও ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না...
৩য় ছেলে - ৫ টাকা দিয়ে একটা মোমবাতি কিনে আনল এবং রুমের মাঝে জ্বালাল। এতে পুরো ঘর সম্পূর্ণ আলোতে ভর্তি হয়ে গেলো।
২য় ছেলে- ১০০ টাকার তুলা কিনে আনল, কিন্তু সেও ঘর পুরোপুরি ভর্তি করতে পারল না...
৩য় ছেলে - ৫ টাকা দিয়ে একটা মোমবাতি কিনে আনল এবং রুমের মাঝে জ্বালাল। এতে পুরো ঘর সম্পূর্ণ আলোতে ভর্তি হয়ে গেলো।
নেতা আরও বললেন,
“আমাদের মন্ত্রী হচ্ছেন এই ৩য় ছেলের মতো। যেদিন থেকে তিনি এই দেশের দায়িত্ব নিয়েছেন সেদিনই এই দেশ উন্নতির আলোতে পূর্ণ হয়ে গিয়েছে........।”
“আমাদের মন্ত্রী হচ্ছেন এই ৩য় ছেলের মতো। যেদিন থেকে তিনি এই দেশের দায়িত্ব নিয়েছেন সেদিনই এই দেশ উন্নতির আলোতে পূর্ণ হয়ে গিয়েছে........।”
হঠাৎ জনসভার পিছন থেকে একজনের আওয়াজ শোনা গেল,
“হেইডা তো বুঝলাম জনাব, কিন্তু বাকি ৯৫ টাকা কই গেলো..ওইটাও খুলে বলেন !?”
“হেইডা তো বুঝলাম জনাব, কিন্তু বাকি ৯৫ টাকা কই গেলো..ওইটাও খুলে বলেন !?”
সাথে সাথে অবশিষ্ট জনতার বিশাল গর্জন শোনা যেতে লাগল ,
“ হ হ হ বাকি টাকা গেল কই ?
জবাব চাই..
জবাব দাও............
“ হ হ হ বাকি টাকা গেল কই ?
জবাব চাই..
জবাব দাও............
Collect from: একটু খানি হাসি ঝিলিক
No comments:
Post a Comment