Wednesday, February 12, 2020

সদ্য বুয়েট থেকে পাশ করা এক ইঞ্জিনিয়ার এর বাংলা জোকস

সদ্য বুয়েট থেকে পাশ করা এক ইঞ্জিনিয়ার চাকরীর ইন্টারভিউ দিয়ে বেশ ফুরফুরা মেজাজে এক বন্ধুর সাথে দেখা করতে গেল।
সেই বন্ধু জিগাইলো, "তোর আজ ইন্টারভিউ ছিল না, কেমন হইলো?"
- "আর কইসনা দোস্ত, একটা রুমে ঢুকলাম, দেখলাম একজন কালো লেদারের চেয়ারে বসে পা টেবিলের উপরে তুলে রাখছে। আমারে তার ল্যাপটপটা দেখাইয়া কয়, ওটা বাইরে নিয়ে যাও, তারপরে আবার ভিতরে ঢুকে ল্যাপটপটা আমার কাছে বিক্রির চেষ্টা করো।"
- "কস কি? তারপর.."
- "বেটা নিজেরে বিশাল কিছু মনে করছে। সেইরাম ভাব।"
- "তারপর তুই কি করলি?"
- "আমি ঐখান থেকে ল্যাপটপ নিয়ে চইলা আসলাম।"
- "চইলা আসলি মানে কি? তারপর?"
- "তিরিশ মিনিট পরে বেটা আমারে কল কইরা কাইন্দা দিলো। বললো ল্যাপটপ ফিরায়া দেবার জন্য। ঐখানে নাকি ওর সব প্রয়োজনীয় ফাইল-পত্র, ছবি সব আছে। পুরাই কান্নাকাটি।
- " তারপর..."
- "তারপর আর কি" আমি বললাম, "ল্যাপটপটা কিনবা এখন?"
বেটা কইল বাবা তোমার চাকরি ফাইনাল।

No comments: